বারী উদ্দিন আহেমদ বাবর, কুমিল্লা প্রতিনিধি॥ : কুমিল্লা নগরীর ঢুলিপাড়া থেকে ডাক্তার ও বিভিন্ন অষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভসহ ১১ জন আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। রবিবার (২৭ মে) বিকালে ইফতারের পূর্ব মুহুর্তে ঢুলিপাড়া ফান টাউনের ভেতর থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লার চিকিৎসকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করতে সেখানে গিয়েছিল গ্রেফতারকৃতরা। আটককৃতদের মধ্যে ডাক্তার রিপ্রেজেন্টেটিভসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছে বলেও জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফান টাউনে অভিযান পরিচালনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস’া নেওয়া হবে।