স্টাফরিপোটার : মেহেরপুরে একটি মানব পাচার মামলায় মোশারফ হোসেন নামের এক ব্যাক্তির ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
আজ বুধবার বিকেলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ শাহীন রেজা এ আদেশ দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দেওয়া হয়েছে। দন্ডিত মোশারফ গাংনী তেরাইল গ্রামের সাদেকের ছেলে।
মামলার বিবরনে জানাগেছে, গাংনী উপজেলার বাওট গ্রামের জমির উদ্দীনের স্ত্রী শাহানারা খাতুন তার ছেলেকে কাতারে পাঠানোর জন্য মোশারফের সাথে ২ লক্ষ ৫০ হাজার টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রাথমিক ভাবে ১ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করেন। কিন’ নির্দিষ্ট সময়ের মধ্যে আসামী বিদেশ পাঠাতে ব্যর্থ হয় এবং টাকা ফেরত না দিয়ে নানা রকম তাল বাহানা করে। এঘটনায় ক্ষুব্ধ হয়ে শাহানারা খাতুন মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দায়ের করেন। মামলায় ৪ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেন। মামলায় বাদী পক্ষে নাজমুল হুদা এবং আসামী পক্ষে খন্দকার আ : মতিন আইনজীবীর দ্বায়ীত্ব পালন করেন।