স্টাফরিপোটার: একদিনের ব্যবধানে মেহেরপুর শহরের পশুহাটপাড়ায় আবারো ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল নগদ ৬ হাজার টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
বাড়ির লোকজন জানায়, ৬/৭ জনের একদল মুখে কালো কাপড় বাধা ডাকাত বাড়ির মধ্যে প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
প্রসঙ্গত. শুক্রবার রাতে একই পাড়ার সিপি বাংলাদেশ নামের একটি ভুট্টা ক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকা লুট করে ডাকাত দল।