মেহেরপুরে ভুট্টা ক্রয় কেন্দ্রে ডাকাতি

মডবডপড়জপ

স্টাফরিপোটার : মেহেরপুর শহরের পশুহাট সংলগ্ম সিপি বাংলাদেশ নামের একটি ভুট্টা ক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দল নগদ ১৫ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। ডাকাতিকালে বাধা দেওয়ায় প্রতিষ্ঠানটির তিন কর্মচারীকে মারধর করেছে ডাকাতরা। ভুট্টা ক্রয় কেন্দ্রের পরিচালক পলাশ জানান, রাত ১১টার দিকে হঠাৎ ১০-১২ জন ডাকাত তার অফিসে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে অফিসের ক্যাশ কাউন্টারের ড্রয়ার ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে প্রতিষ্ঠানটির তিন কর্মীকে মারধর করে ডাকাতরা। পরে খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় নাইট গার্ডকে আটক করেছে।

Post a Comment

Previous Post Next Post