শরিফমাহমুদ : কুষ্টিয়ারসদরউপজেলারইবি থানার গোস্বামী দুর্গাপুরে প্রতিবেশীর সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে মোমিন হোসেন (৪২) নামে এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরাগ্রামে এ ঘটনা ঘটে ।
এলাকাবাসী ও পুলিশ জানায়,কুষ্টিয়াকয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে, ঘরজামাই লম্পট মমিন উত্তরমা গুরাগ্রামে মৃত হামিদ সাদুর বাড়ীতেই দীর্ঘদিন বাস করে আসছিল।এরই এক পর্যায়ে দুপুরে মোমিন হোসেনতার প্রতিবেশীলাল্টুরশিশুকন্যাকে মিষ্টি-বিস্কুটখাওয়ানোর প্রলোভনতারমুদিখানা দোকানের ভিতরের বিছানায় নিয়েধর্ষন করে।
শিশুর পরিবারের অভিযোগ, ধর্ষন শেষ হলেলম্পট মোমিন হোসেন শিশুটিকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শনকরতো, কাউকেনাবলারজন্য।শনিবার দুপুরেরদিকেশিশুটিতারশরীরেরব্যাথাসইতেনা পেরেবিষয়টিতারনানীরনিকটজানালেমুহুর্তেরমধ্যে প্রতিবেশীদের মাঝেসংবাদটিছড়িয়েপড়ে।
প্রতিবেশীরাপ্রথম শ্রেণীতেপড়ুয়া ওই শিশুটিরমুখেলম্পট মোমিনেরবিরুদ্ধে এহেনজঘন্যঅপরাধেরকথাশুনেবিচারের দাবীতেফুঁসে উঠে তাকে ঘেরাওকরে স’ানীয়পাটিকাবাড়িপুলিশক্যাম্পে খবর দেয়। পরে এ এসআইএহসানতার সঙ্গীয় ফোর্স নিয়েলম্পট মোমিনকে আটককরেই,বি থানায় প্রেরণকরেন।
এ ব্যাপারেইসলামীবিশ্ববিদ্যালয় থানারঅফিসারইনচার্জ (ওসি) রতন শেখজানান, ধর্ষনের অভিযোগে অভিযুক্ত মোমিন হোসেনকেজিজ্ঞাসাবাদ করাহচ্ছেএবংমামলাপ্রক্রিয়াধীনরয়েছে।