খুলনা ব্যুরো: গতকাল বটিয়াঘাটার চিহ্নিত ভূমি দস্যু কর্তৃক সন্ত্রাসী হামলা ও জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোয়াজ্জেম হোসেন মোল্লা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি অনেক পরিশ্রম ও কষ্ট করে বটিয়ঘাটায় এক বিঘা (৫০ শতক) জমি ক্রয় করে সেই জায়গায় বসবাসের পাশাপাশি মাছ চাষ ও কৃষি চাষ করে জীবন নির্বাহ করে আসছিলাম। কিন’ সম্প্রতি ঐ এলাকার চিহ্নিত ভূমি দস্যু ও ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলাম মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা চালায় এবং জোরপূর্বক আমাদের ঘের ও কিছু জায়গা দখল করে নেয়। এ বিষয়ে আমরা বটিয়ঘাটায় থানায় একটি জিডি দায়ের করি। যার নং-৭৬১, তাং-১৭-০৪-১৮ইং।
তিনি বলেন, গরু চুরি মামলার সাজা প্রাপ্ত আসামি গরু চোর বলে খ্যাত নজরুল বিরাট গ্রাম থেকে বিতাড়িত হয়ে বটিয়াঘাটা সদরে আসে। বটিয়াঘাটায় নদীতে ভাসান আদায় সহ বিভিন্ন নিরীহ লোকের জমি জায়গা জবর দখল করে এবং দীর্ঘ দিন যাবত ইয়াবা ফেনসিডিল ও গাঁজার ব্যবসা করে বর্তমান জিরো থেকে হিরো হয়েছে। তার বড় ছেলে মিল্টন খান কিছু দিন আগে ৩ হাজার পিচ ইয়াবা সহ গল্লামারীতে গ্রেফতার হয়। প্রায় ৬ মাস হাজত বাসের পর হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে পিতার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। নজরুলের মেঝ ছেলে লিপ্টন (২৫) ও ছোট ছেলে সৌদি (২৩) মাদক ব্যবসার সাথে জড়িত এবং গত ৬ মাসে কয়েকবার পুলিশ তাদেরকে মাদক সহ ছিনতাই মামলায় গ্রেফতার করে। তার চারজন স্ত্রী সহ একাধিক উপ-পত্নি রয়েছে। যা এলাকায় ওপেন সিক্রেট। সে ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক আমার এক বিঘা জমি থেকে প্রায় ১০-১৫ শতাংশ জায়গা জবর দখল করে। আমি থানায় অভিযোগ করলেও নজরুল প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। শুধুমাত্র পুলিশ একটি জিডি নিয়েছে। তিনি এ ব্যাপারে পুলিশ সুপার ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।