বরগুনায় সাড়ে ৬ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ

বাগদা চিংড়ির রেণু  জব্দবরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীর শাখারিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ৮টার সময় অবৈধভাবে সংগৃহীত সাড়ে ৬ লক্ষ বাগদা চিংড়ির রেনু পোনাসহ পুলিশের সহযোগিতায় ২টি ট্রাক জব্দ করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমতলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ৮ টার সময় আমতলীর শাখারিয়া নামক জায়গা থেকে ৯০টি ড্রাম ও পাতিলে বোঝাই সরকার নিষিদ্ধ সাড়ে ৬ লক্ষ বাগদা চিংড়ির রেনু পোনা ও দুই জন চালকসহ পুলিশের সহযোগিতায় ২টি ট্রাক (খুলনা মেট্টো
ট-১১-১২৭১ ও খুলনা মেট্টো-ট-১১-৩৫০২) জব্দ করে ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদ উল্যাহ। ট্রাক দুটি গতকাল বুধবার সকাল ৬টার সময় রেনু পোনা বোঝাই করে গলাচিপা থেকে বাগের হাট জেলার ফকির হাট উপজেলায় নেওয়ার জন্য ছেড়ে আসে। চালক মিরাজ হোসেন মোল্লা জানান, গলা চিপা থেকে কে বা কারা পোনা তুলে দিয়েছে তা সে জানে না। তবে ট্রাকের মালিক গোপাল গঞ্জের শেখ টুলুর বলে জানায় এর বাইরে সে কিছুই বলতে পারে না। পরে মাছের পোনা আমতলীর ফেরিঘাট এলাকায় নিয়ে পায়রা নদীতে অবমুক্ত করা হয়। চালক দু’জনের মুচলেকা রেখে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদ উল্যাহ জানান, চালকদ্বয়ের মুচলেকা রেখে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। আমতলী উপজেলঅ নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার হোসেন জানান, জব্দ করা বাগদা চিংড়ির রেনু পোনা পায়রা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়।

 

Post a Comment

Previous Post Next Post