মিয়া পারভেজ আলম মোল্লাহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলাসহ ওই পরিবারের বসত ঘর ভাংচুর করে পানিতে ফেলে দেয়া ও লুটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার কাহালপুর গ্রামে গত রোববার সন্ধায় ওই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে। যার নং ০২, তাং-০৬/০৩/১৮ ইং।
মামলার বিবরণ ও ভিকটিম পরিবার সুত্রে প্রকাশ-ওই গ্রামের মৃত আবুল হাসেম শেখের ছেলে আকবর আলী শেখের সাথে মৃত কোচন শেখের ছেলে মুরাদ শেখ গং’র দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক ও হয়েছে। আকবর আলী শেখ শালিসের কোন তোয়াক্কা না করে ঘটনার দিন মুরাদ শেখের বসত ঘরের টিনের চালে ইট ছুড়তে থাকে। ওই সময় মুরাদ শেখ’র স্ত্রী শাহিনুর বেগম ইট ছুড়ার প্রতিবাদ করলে আকবর শেখ ও তার ছেলে ছানাউল্লাহসহ ৬/৭ জনে লাঠি-সোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। উক্ত হামলায় মুরাদ শেখ (৩৮)সহ তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়ে পড়ে থাকে। ওই সুযোগে মরাদ শেখের বসতঘর ভেঙ্গে পুকুরের পানিতে ফেলে দেয়াসহ নগদ টাকা, স্বর্ণালয়কার ও যাবতীয় আসবাবপত্র লুট করে হামলাকারীরা। একপর্যায়ে স’ানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত ঘটনার পর প্রতি পক্ষ কৃত্রিম যখম সৃষ্টি করে ডাক্তারী সনদ সংগ্রহের জন্য খুমেক হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানায় ভিকটিম পরিবার। ভিকটিম মুরাদ শেখ আরো জানান-তিনি ও তার পরিবারের সকলে এখনো চরম ভীতসন্ত্রস’। তারা এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালে হস’ক্ষেপ কামনা করেছেন।