স্টাফরিপোটার : মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের শ,শ বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় সহস্রাধিক দোকান ব্যবসায়ী মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াড়াঙ্গা ও মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কের দুইপাশের জমি জবর দখল করে অবাদে কাঁচাপাকা দোকান ঘর দ্রুত তৈরির কাজ চালাচ্ছে। এ কারনে সড়ক ও জনপথ বিভাগের সড়কগুলি অপ্রশন্ত হয়ে যাচ্ছে। ফলে সড়কে চলাচলকারী যানবাহন পাশাপাশি ক্রসিংয়ে দুর্ঘটনার আশংকা বৃদ্ধি পেয়েছে।
মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ জানায়, এ জেলার গুরুত্বপূর্ন প্রধান এই সড়ক ৩টি ১৫০ ফিট করে প্রশস্ত। সড়ক গুলির দুই পাশের জমি জবর দখল করে স’ানীয় দোকান ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকান ঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। ফলে যানবাহন চলাচল ও পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হয়। সূত্রটি আরো জানান, যোগাযোগ মন্ত্রণালয়ের চিঠি মোতাবেক সড়কও জনপথ বিভাগ সড়কের দুইপাশের অবৈধ দোকান পাট উচ্ছেদের লক্ষে দোকান ব্যবসায়ীদের তালিকা প্রস’ত করেছে। কিন্ত অজ্ঞাত কারনে এখনো উচ্ছেদ অভিযান শুরু করা হচ্ছে না। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।