মানববন্ধনে বক্তব্যে রাখছেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক
আবদুল্লাহ আল আমিন।
Kbdnews: (০৫-০৩-১৮)জনপ্রিয় লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সমনের সড়কে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল আমিন,ড. ইনাম হোসেন,আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক ফুয়াদ খান,কাবিল উদ্দিন,খেজমত আলী মালিথা,কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক শোভন সরকার প্রমূখ।