আমিরুল ইসলাম অল্ডাম ঃ গাংনীতে বিএডিসির সেচ প্রকল্পে আবেদনের যাঁচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সেচ কমিটির সভায় আবেদনের ফরম যাঁচাই বাছাই করে সরকারী নীতিমালার আলোকে বৈধ আবেদনকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপসি’ত ছিলেন, গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবউদ্দীন, গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান, গাংনী উপজেলা বিএডিসির উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, একটি বাড়ী একটি খামারের সমন্বয়কারী আবু হাসনাত শাহরিয়ার, পল্লী বিদ্যুতের ডিজিএম ফখরউদ্দীন,উপজেলা সমবায় অফিসার মিলস কুমার দাশ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, মানবাধিকার কর্মী সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।