Kbdnews : গত(১১-০৩-১৮)মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত রবি/২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে সুবিদপুর মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ স্বপন কুমার খাঁ। কৃষক খোদা বক্স মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজামান। উপ-সহকারী কৃষি কর্র্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া পারভেজ, সুলাইমান হোসেন ও এসএপিপিও আব্দুর রকিব প্রমুখ। মাঠ দিবসে ক্ষতিকর তামাক চাষ থেকে ফিরে ভুট্টা চাষে আগ্রহী হওয়ার জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। স’ানীয় কৃষক ও কৃষানীরা ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবসে অংশ গ্রহন করে।