স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর পরিচয়ে মেহেরপুর কেবিডি নিউজ অনলাইনে সম্পাদক ও মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক জনতার বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান খানকে দেখে নেবার হুমকি দেয়া হয়েছে। আজ শুক্রবার বিকালে ০১৭৩৯০৫৫১৮৩ নম্বার মোবাইল থেকে এই হুমকি দেয়া হয়। এই ব্যাপারে কামরুজ্জামান খান মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমান ও সদর থানা কর্মকর্তা রবিউল ইসলামকে অবগত করেন।
এব্যাপারে কামরুজ্জামান খান বলেন, তিনি ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি সদর উপজেলার সুবিদপুর মোজার ১৬ দশমিক ৫০ শতক জমি চুক্তিনামায় একই উপজেলার ঝাঝা গ্রামের রবিউল ইসলামের কাছে বিক্রি করেন। চুক্তিমোতাবেক রবিউল ইসলাম জমি রেজিষ্টি করে না নিয়ে ইসু টাকা ফিরিয়ে নেয়ার জন্য এই ঘটনা ঘটায়। হুমকিদাতা এএসপি পরিচয়কারী রানার আলমগীর মোবাইলে কামরুজ্জামান খানকে বলে তুই , কোথায় আছিস বল ,কবে টাকা দিবি বল? তোর কপালে দু:খ আছে। তোকে দেখে নেবো। এই ঘটনার পর এই সম্পাদকের পরিবারে আতংক বিরাজ করছে।