কুমিল্লায় ২৪ হাজার পিস ইয়াবাসহ চালক-হেলপার আটক

 ইয়াবাসহ চালক-হেলপার আটক

বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি॥: কুমিল্লায় ২৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার থেকে আসা সিডিএম পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী এলাকা থেকে তাদের আটক করা হয়। ধৃত চালকের নাম জুয়েল। তার বাড়ি লক্ষীপুর জেলার লুধুয়া এলাকায় এবং হেলপারের নাম শামীম। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায়।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, মাদক উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে মহাসড়কে যানবাহনে নিয়মিত তল্লাশি চালাচ্ছে হাইওয়ে পুলিশ। রবিবার ভোরে শুয়াগাজী এলাকায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এসময় চালকের সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা। এ ঘটনায় মাদক বহনের অপরাধে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

Post a Comment

Previous Post Next Post