Kbdnews: অনলাইন ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪১ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়েছে। রায়ের পর রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। রায়কে কেন্দ্র করে অনেক স্থানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ ও সংঘর্ষের সময় অনেককে আটক করেছে পুলিশ। রায়-পরবর্তী দেশের বিভিন্ন স্থানের ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন কেবিযডনিউজ ফটোসাংবাদিকেরা।
রায় ঘোষণার বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল করেন। নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষ শুরু হয়। নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। কে ডি ঘোষ সড়ক, খুলনা। ছবি: সাদ্দাম
রায়কে কেন্দ্র করে বগুড়া শহরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে পুলিশ। হাসপাতালের দিকে যাওয়া এক ব্যক্তির ব্যবস্থাপত্র বা ওষুধপত্র পরীক্ষা করছে পুলিশ। নওয়াববাড়ি সড়ক, বগুড়া। ছবি: সোয়েল
যশোর শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল। মুজিব সড়ক, যশোর। ছবি: এহসান-
সিলেটে ছাত্রদল কর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের কর্মীদের অ্যাকশন। সিলেট আদালত এলাকা, সিলেট। ছবি: আনিস
রায়ের পর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করছেন বিএনপির নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা সড়কের পাশে থাকা পিকআপ ভাঙচুর করেন। পুরান থানা এলাকা, কিশোরগঞ্জ। ছবি: তাফসিলুল
খুলনা নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান। খুলনা মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ের দিকের সড়কে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কে ডি ঘোষ সড়ক, খুলনা। ছবি: সাদ্দাম
চট্টগ্রাম নগরের বিএনপির কার্যালয়ে অবস্থান নেন বিএনপি নেতা-কর্মীরা। পুলিশ এভাবেই ভবনে ঢুকে বেশ কয়েকজনকে আটক করে। নাসিমন ভবন, চট্টগ্রাম। ছবি: সৌরভ
চট্টগ্রাম নগরের বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীদের আটক করে পুলিশ। নাসিমন ভবন, চট্টগ্রাম। ছবি: সৌরভ
রায়ের প্রতিবাদে কুমিল্লা নগরে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। চর্থা এলাকা, কুমিল্লা। ছবি: এমদাদুল
খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের পর রংপুর শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠি মিছিল। ছালেক মার্কেট এলাকা, রংপুর। ছবি: মঈনুল ইসলাম
খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বগুড়ার করতোয়া বাস টার্মিনাল থেকে বেশির বাস ছেড়ে যায়নি। শেরপুর, বগুড়া।
ফরিদপুর শহরের সড়কে বিজিবি সদস্যদের টহল। মুজিব সড়ক, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান
চট্টগ্রাম নগরের প্রবেশমুখে পুলিশ অবস্থান নেয়। সিটি গেট এলাকা, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগে ও পরে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ছিল সীমিত। টাইগারপাস মোড়, চট্টগ্রাম।