বক্তব্য রাখছেন মেহেরপুর প্রেসক্লাব-এর সভাপতি আলামিন হোসেন
Kbdnews : (২০-০২-১৮)মেহেরপুরে ভুট্রা চাষী ও ব্যাবসায়ীদের নিয়ে কৃষক উন্নয়ন সভা করেছে বি.পি কর্পোরেশন । গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর পশু হাট সংলগ্ন প্রতিষ্ঠানটির কার্যালয়ে কৃষক উন্নয়ন সভার আয়োজন করা হয়। সবয় সভাপতিত্ব করেন বি.পি কর্পোরেশনের ব্যাবস’াপক আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন সি.পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ফাস্ট কো-অর্ডিনেটর মিঃ ইনতানিন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাব-এর সভাপতি আলামিন হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করীম, সি.পি বাংলাদেশের ক্রয় বিভাগের এজিএম এনামুল করীম, আই.পি.ডি.সি ফাইনান্স কোম্পানীর ম্যানেজার ইমরুল কায়েস, পুর্বাশা গ্রুপের ব্যাস’াপনা পরিচালক বশির উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বি.পি কর্পোরেশন এর প্রোপাইটার সাজ্জাদ হোসাইন পলাশ। অনুষ্ঠানে জেলায় ভুট্রা চাষ বৃদ্ধি এবং ভুট্রা প্রক্রিয়া ও ভুট্রা ক্রয়-বিক্রয় সম্পর্কে আলোচনা করা হয়। জেলার ভুট্রা চাষী ও ব্যাবসায়ীরা আলোচনা সভায় উপসি’ত ছিলেন।