Kbdnews : (০৮-০২-১৮) মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহরারবাটি নামক স’ানে পেঁয়াজ বোঝাই স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামন উল্টে ইসরাফিল হোসেন বাবু (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন বাবু মেহেরপুর সদর উপজেলার শৈলমারী গ্রামের দাউদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে পেঁয়াজ বোঝাই করে আলগামনের উপরে চড়ে চুয়াডাঙ্গা জেলার আলমাডাঙ্গা হাটে যাচ্ছিলেন বাবু। গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি এলাকায় পৌঁছুলে দ্রুত গতির যানটি উল্টে যায়। এসময় আলগামনের নীচে চাপা পড়ে ঘটনাস’লেই বাবু নিহত হয়। দুর্ঘটনার পর আলগামন চালক পালিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস’া নেওয়া হবে।
মেহের আমজাদ # মেহেরপুর # ০১৯১৪৫১৮৫৬০