কুষ্টিয়ায় স্ত্রীর পরকীয়ায় স্বামী খুন

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ :কুষ্টিয়ার দৌলতপুরে কুদরত আলী (৪০) নামে এক ঘটককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাছুরা খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলার তারাগুনিয়া শালিমপুর ডাকবাংলোর পেছনের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুদরত খলিশাকুণ্ডি এলাকার পরেস মণ্ডলের ছেলে।
স’ানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে নিজ ঘরে ঘটক কুদরতকে ধারালো অন্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ বাড়ির পার্শ্ববর্তী বাগানের ভেতর ফেলে রাখে। রোববার সকালে স’ানীয়রা বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস’লে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদনে-র জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
দৌলতপুর থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, স্ত্রীর পরকীয়ার জের ধরে কুদরত ঘটককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্ত্রী মাছুরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Post a Comment

Previous Post Next Post