মেহেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ সমাপ্ত

meherpur pic-2

Kbdnews : (২৫-০১-১৮) জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে গতকাল বৃহষ্পতিবার  মেহেরপুরে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ শেষ হয়েছে। এবারের প্রতিপাদ্য  বিষয় ছিল ”বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস’্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ”।

সমাপনি দিনে  এক মনোজ্ঞ আলোচনা সভা জেলা প্রাণিসম্পদ অফিসের চত্বরে অনুষ্ঠিত হয়।  সভায় জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আজিজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল এবং  বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন । অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুর আলম। আলোচনা শেষে ৪জন খামারীকে মিল্কিং ক্যান, মেজারিং পট  ও ল্যাকটোমিটার এবং ৮ জন খামারীর মাঝে হ্যান্ড স্প্রে মেসিন সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা হয়। প্রায় একশত খামারী সমাপনী সভায় উপসি’ত ছিলেন। এছাড়া প্রাণিসম্পদ বিভাগের  সেবা সপ্তাহে বিভিন্ন স্কুলে ডিমসহ পুষ্টিকর খাবার বিতরণ এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো হয়।

 

Post a Comment

Previous Post Next Post