কুমিল্লায় ভিডিও পাইরেসির অভিযোগে ১৯ জন আটক

বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি॥: : কুমিল্লা নগরীর টাউনহল সুপার মার্কেটে অভিযান চালিয়ে ভিডিও পাইরেসি ও পর্ণো ছবি বিক্রির অভিযোগে ১৯ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১। এসময় কয়েকটি কম্পিউটার পিসিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৯ টায় থেকে ঘন্টাব্যাপী র‌্যাব সদস্যরা এন্টি পাইরেসির এ অভিযান পরিচালনা করে। আটক হওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আরিফুর রহমান।
তিনি জানান, চলচ্চিত্র শিল্পকে পাইরেসির হাত থেকে উদ্ধারের নিমিত্তে আমরা এন্টি পাইরেসির এ অভিযান পরিচালনা করি। পাইরেসিতে জড়িত থাকায় ১৯ জনকে প্রমাণ সাপেক্ষে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন পর্ণো ছবি সরবরাহের কাজেও জড়িত ছিলেন। এসব কাজে ব্যবহৃত পিসিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস’া গ্রহণ করা হবে।

 

Post a Comment

Previous Post Next Post