স্টাফরিপোটার : গাংনীতে অস্ত্র গুলি ও মাদক সহ মিলন হোসেন (৩৮) নামের এক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৪ টার সময় উপজেলার চরগোয়াল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তার বাড়ী তল্লাশী করে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।
মিলন হোসেন চরগোয়াল গ্রামের ফুলচাঁদ মাষ্টারের ছেলে ও স’ানীয় আওয়ামীলীগ নেতা এবং মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য।
গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,ইউপি সদস্য মিলন হোসেন তার নিজ বাড়িতে বিদেশী পিস্তল,গুলি ও ইয়াবা নিয়ে অবস’ান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল,তিন রাউন্ড গুলি ও ২০ পিচ ইয়াবা এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মিলন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ বেশ কিছুদিন ধরেই তাকে নজরদারীতে রেখেছিল।
মিলনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।