কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় উর্মি খাতুন (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন- মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাপনগর এলাকার একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উর্মি উপজেলার গোলাপনগর বাঙ্গালপাড়ার আব্দুল আলিমের মেয়ে এবং দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গোলাপনগর এলাকার একটি লিচু গাছ থেকে ঝুলন- অবস’ায় ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদনে-র জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদনে-র প্রতিবেদন পেলে মৃত্যু প্রকৃত রহস্য জানা যাবে।
এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।