স্টাফরিপোটার : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেতুলবাড়িয়া গ্রামের হাজপিাড়া এরাকায় বোমা বিস্ফোরণ ঘটে রাফিউজ্জামান (১১) নামের এক শিশু রক্তাক্ত জখম হয়েছে।
আহত রাফিউজ্জামান তেতুলবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আকামত হোসেনের ছেলে ও স’ানীয়া পরশমনি একাডেমীর পঞ্চম শ্রেনীর ছাত্র।
রোববার (৫ নভেম্বর) আড়াইটার দিকে তার নিজ বাড়ির গোলা ঘরের নিচে বোমা বিস্ফারণ হয়ে আহত হয় সে।
স’ানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আনোয়ার হোসেন জানান, শিশু রাফিউজ্জামান তাদের বাড়ির গোলা ঘরের নিচ থেকে হাসের ডিম বের করতে গেলে সেখানে থাকা লাল কসটেপ মোড়ানো একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস’লে শিশুটি মারাত্বক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন। শিশুটির মুখমন্ডল, হাত ও বুকে মারাত্বক ক্ষত হয়েছে বলে জানান তিনি।
এদিকে রাফিউজ্জামানের চাচা মেহেরপুর জজকোর্টের আইনজীবি মোশাররফ হোসেন জানান, রাফিউজ্জামান স্কুল থেকে বাড়ি ফিরে গোলা ঘরের নিচে হাসের ঘর থেকে ডিম আনতে গিয়েছিলো। তিনি বলেন কেউ বা কারা আমাদের হামলা করার জন্য আগে থেকে বোমা রেখেছে বলে আমার মনে হয়।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, উপপিরদশর্ক আমিনুল ইসলাম, অলিয়র রহমানসহ স’ানীয় তেতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক জাকির হোসেন ঘটনাস’ল পরিদশর্ন করেছেন।
গাংনী থানা পুলিশ বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছেন।