জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

 

meherpur pic-2

জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ।

meherpur pic-3

সম্মাননা প্রদান করছেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

KBDNEWS (০৪-১১-১৭) : মেহেরপুর জেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ আয়োজনে “উৎপাদনমূখী সমবায় করি-উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ও সম্মনানা প্রদানের মধ্যে দিয়ে মেহেরপুরে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে জেলা সমবায় অফিস কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ ও সমবায় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা সমবায় ব্যাংক লিঃ-এর সভাপতি নুরুল ইসলাম। এর পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সমবায় ব্যাংক লিঃ-এর সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স’ানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা মৎস্যজীবী সমিতির প্রতিনিধি সহিদ সাদেক হোসেন বাবলু, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ । অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন সহকারী শিক্ষক শাশ্বত নিপ্পন । জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টু ও সহকারী পরিদর্শক রোকনুজ্জামান তুষারের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমান, উপজেলা কর্মকর্তা স্বপন কুমার সরকার, সমবায়ী ক্ষুদিরাম হালদার, জন প্রভঞ্জন বিশ্বাস, ফিরাদুল ইসলাম প্রমুখ। এসময় সমবায়ে অবদান রাখায় মেহেরপুর সমবায় ব্যাংক, চাঁদবিল মৎসজীবী সমবায় সমিতি, হরিরামপুর বিলপাড়া মৎসজীবী সমবায় সমিতি, হাসনাবাদ মৎসজীবী সমবায় সমিতি ও তেরঘরিয়া বিলপাড়া মৎসজীবী সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post