গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী ।
এম ,এম, আমজাদ,মেহেরপুর (০৫-১১-১৭) : মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ দোলন হোসেন ও রাজু হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত দোলন হোসেন সদর উপজেলার শালিকা গ্রামের রফিকুল হোসেন ও রাজু হোসেন একই গ্রামের মুক্তার আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, তাদের নামে মেহেরপুর সদর থানায় মাদক আইনে মামলা করা হবে।