মেহেরপুর জেলা বিএনপির সম্পাদক আমজাদ হোসেনের বাসভবনের সামনে থেকে বোমা উদ্ধার

FB_IMG_1511153396258
FB_IMG_1511153390393
বোমা উদ্ধার

তানভীর : মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বাবভবনের সামনে থেকে ১টি  বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

FB_IMG_1511153390393

আজ সোমবার (২০ নভেম্বার-২০১৭ ইং) সকাল পৌনে ৯টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের গাংনী উপজেলা শহরস্থ বাসভবনের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,সকালে পথচারীরা বাসভনের সামনে লাল কস্টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই স্বপন সঙ্গীয় ফোর্স নিয়ে পানি ভর্তি বালতিতে করে ওই বস্তুটি উদ্ধার করেন।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষার পর বোঝা যাবে সেটি বোমা,নাকি অন্য কিছু।  তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেটি বোমা।

Post a Comment

Previous Post Next Post