স্টাফরিপোটার: গাংনীর রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা হাসানুজ্জামান (৩২ কে অস্ত্রের মুখে অপহরন করেছে বলে অভিযোগ উঠছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। হাসানুজ্জামান চাঁদপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। হাসানুজ্জামানের চাচা মুনছুর আলী জানান,হাসানুজ্জামান মাগরিবের আজানের পরপরই গ্রামের একটি চায়ের দোকানে বসাছিলো। একটি সাদা মাইক্রোবাস যোগে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স’ানীয়রা বাধা দিলে গুলি করার হুমকী দেয় অপহরনকারীরা। পরে স’ানীয়রা পিছু হটলে অস্ত্রের মুখে হাসানুজ্জামানকে তুলে নিয়ে যায়। রাইপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা গোলাম সাকলায়েন সেপু জানান,গাংনীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি যায় ইউপি সদস্য যুবলীগ নেতা হাসানুজ্জামান। কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে একটি চায়ের দোকানে বসে স’ানীয়দের সাথে আলাপ আলোচনারতবস’ায় অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। এর পর থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স’ানে প্রশাসনের সাথে যোগাযোগ করেও হাসানুজ্জামানের কোন সন্ধান পাওয়া যায়নী। হাসানুজ্জামানের সন্ধান দাবি করে তার পরিবারের সদস্য বলেন,হাসানুজ্জামান যদি কোন অপরাধ কিংবা অন্যায় করে থাকে তাহলে আদালতে সোপর্দ করা হোক। সেখানেই বিচার হবে কিন’ একজন জনপ্রতিনিধিকে অস্ত্রের মুখে তুলে নেয়া হবে এটা হতে পারেনা। হাসানুজ্জামানকে ফেরত পেতে প্রশাসন ও সরকারের সহায়তা কামনা করেছে তার পরিবার। স’ানীয়রা জানান,অস্ত্রের মুখে যখন হাসানুজ্জামানকে তুলে নেয়া হয় তখন অপহরনকারীদের দেখে প্রশাসনের বলে মনে হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,গাংনী থানার পুলিশ হাসানুজ্জামানকে আটক করেনী। তবে কে বা কা কি কারনে নিয়ে গেছে তা তিনি জানেননা।