ডিবি পুলিশের মাঝে আটক খোকন ও মাইকেল।
KBDNEWS(৩০-১১-১৭) : মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ খোকন আলী ও মাইকেল হোসেন নামের দুই ব্যাক্তিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। আটক খোকন আলী সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আওলাদ হোসেন ও মাইকেল হোসেন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার কোবাদ আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দু’জনকে আটক করা হয় ।