মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা = মিয়া পারভেজ আলম:বাগেরহাটের মোল্লাহাটে শেফালী বেগম (৪৫) নামের এক গৃহবধুকে শ্বাষরূদ্ধ করে হত্যা’র পর পলিয়েছে ঘাতক স্বামী মিন্টু মিয়া শেখ (৫৫)। উপজেলার উদয়পুর দৈবকান্দি গ্রামে গত সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে । উক্ত ঘটনায় নিহতের ভাই মোঃ আজদ গাজী (২৮) বাদী হয়ে মোলস্নাহাট থানা মামল নং ০২ তাং ৯/১০/১৭ দায়ের করেন । মামলা সূত্রে প্রকাশ -উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের লিয়াকত গাজী বড়মেয়ে নিহত শেফালী বেগম’র সহিত ২৪বছর পূর্বে একই উপজেলার উদয়পুর দৈবকান্দি গ্রামের খোকা মিয়া শেখ’র ছেলে ঘাতক মিন্টু মিয়া শেখ’র বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের প্রায়ই ঝগড়াঝাটি ও মারপিট লেগেই থাকে। ঘাতক মিন্টু শেখ প্রায়াই কারণে অকারণে শেফালীকে মারপিট করতো। গত দেড়মাস পূর্বে মিন্টু শেফালীকে বেধরব মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনার পর থেকে শেফালী বাবার বাড়ি নতুন ঘোষগাতী গ্রামে থাকত। গত রবিবার তার সনত্মানদের দেখার জন্য ঘাতক স্বামী মিন্টু শেখের বাড়িতে আসলে রাতের বেলায় মিন্টু তার সনত্মানদের নিয়ে ঘরে ঘুমায় এবং শেফালীকে বারেন্দায় ঘুমাতে দেয়। ভোর রাত আনুমানিক ৫টার দিকে ঘাতক মিন্টু শেখ ঘর থেকে বেরিয়ে ঘুমানত্ম শেফালীকে বৈদ্যুতিক তার গলায় পেচিয়ে শ্বাঘরূদ্ধ করে হত্যা করে। উক্ত ঘটনা আশপাশের লোকজন জানা জানি হয়ে গেলে ঘাতক মিন্টু শেখ পালিয়ে যায়। নিহত শেফালী চার সনত্মানের জননী ছিলেন। এ বিষয়ে মোলস্নাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছাঈদ মোঃ খায়রম্নল আনাম জানান যে প্রাথমিক ভাবে হত্যার বিষয়টা নিশ্চিত হয়েছে। আসামী মিন্টু মিয়া শেখকে ধরার জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।