মেহেরপুরে অতিবর্ষনে মরিচ চাষের ব্যাপক ক্ষতি

Meherpur_Morij_pic[1]
Kbdnews: জেলায় এবার অতিবর্ষনে মরিচ চাষের ব্যাপক ক্ষক্তি হয়েছে । অতিবৃষ্টির কারণে মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে। পঁচারোগ সাথে যোগ হয়েছে । ফলে লোকসানের আশংকা করছে চাষীরা। অনেক চাষী জমি থেকে মরিচ গাছ তুলে অন্য ফসল লাগাচ্ছেন।
মেহেরপুরের চাষীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছিল লাভজনক চাষ হিসেবে মরিচ চাষ। গত বছরে ভাল লাভবান হওয়ায় এবারো চাষীরা মরিচ আবাদ করেছিল। কিন’ অতিবৃষ্টির কারনে কপাল পুড়েছে মরিচ চাষীদের। মরিচের চারা রোপনের সময় আবহাওয়া ভাল থাকায় গাছ হয়েছিল ভাল। মরিচ ধরার পাশাপাশি চাষীরা বাজারজাত ও শুরম্ন করেছিল। এরপর থেকেই বৃষ্টির কবলে পড়ে মরিচ গাছ। দেখা দেয় পঁচা রোগ। ফলে, মরিচ গাছ শুকিয়ে মরে যাচ্ছে। এই পরিসি’তি মোকাবেলায় মরিচ গাছ টিকিয়ে রাখতে কোন ঔষুধেই কাজ করছেনা। ফলে লোকসানের মুখে পড়েছে মরিচ চাষীরা। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার মরিচের আবাদ হয়েছে ২ হাজার ৫০০ হেক্টর জমিতে। চাষীরা জানান, এবার বাজারে মরিচের দাম খুব ভাল। গাছ টিকিয়ে রাখতে পারলে ভাল লাভ হতো। অনেক চাষী লোকসান এড়াতে মরিচগাছ তুলে ফেলে অন্য চাষের জন্য জমি তৈরী করছে। কৃষি বিভাগের মাঠ কর্মীরা মরিচ গাছ টিকিয়ে রাখতে চাষীদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post