স্টাফ রিপোর্টার : লাইসেন্স ছাড়া যারা চাল ও গমের ব্যবসা করছেন তাদেরকে আগামি ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়ার সময় বেঁধে দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে যেসব ব্যবসায়ী লাইসেন্স নেবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এবং অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড) নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সচিবালয়ে গতকাল সোমবার মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের লাইসেন্স নেওয়ার আহ্বান জানিয়ে আগামি ১০ অক্টোবরের মধ্যে নোটিস জারি করা হবে। এছাড়া কোন ব্যবসায়ী কতটুকু চাল ও গম মজুদ রেখেছেন তা নীতিমালা অনুসারে ১৫ দিন পর পর সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানানো বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, খাদ্য কর্মকর্তারা এতদিন অজ্ঞতা বা অন্য কোনো কারণে মজুদ পরিস্থিতির এই প্রতিবেদনের বিষয়ে সচেতন ছিলেন না।