স্টাফরিপোটার (০২-১০-১৭) :মেহেরপুরে একটি অস্ত্র মামলায় শামিম হোসেন নামের এক ব্যক্তির ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শামিম গাংনী উপজেলার বামন্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২১ মার্চ বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওসমান গণী গোপন সংবাদের ভিত্তিতে শামিমের বাড়িতে অভিযান চালিয়ে ১টি শার্টার গান, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ওই দিন গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। পরে তদন-কারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি রুস-ম আলী এবং আসামি পক্ষে রাশেদুল হক আইনজীবী,