চট্টগ্রাম শহরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ফারুক (৪২) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, মোহাম্মদ ফারুক ‘মাদকসম্রাট’। বাইট্যা ফারুক ওরফে বস ফারুক নামেও তিনি পরিচিত। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। ফারুকের কাছ থেকে দুই লাখ ইয়াবা, বিপুল ফেনসিডিল, বিদেশি দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে বলেও জানায় র্যাব।
র্যাব সূত্রে আরও জানা যায়, ফারুককে ধরতে র্যাব ওই অঞ্চলে অভিযান চালায়। এ সময় তিনি র্যাবকে উদ্দেশ করে গুলি ছোড়েন। এতে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায় ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।