স্টাফরিপোটার: মেহেরপুর ভৈরব নদের পাড় থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে আব্দুল্লাহ আল মামুন নামের এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার বিকালে সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
অর্থ দন্ডিত আব্দুলস্নাহ আল মামুন সদর উপজেলার উজলপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফতেপুর ব্রীজের কাছে ভৈরব নদের পাড় কেটে বালু বিক্রি করছিলেন আব্দুল্লাহ আল মামুন। খবর পেয়ে সামিউল হকের ভ্রাম্যমাণ আদালত আব্দুলস্নাহ আল মামুনকে আটক করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদান্ডের আদেশ দেয়া হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান মামুন।