স্টাফরিপোটার (১২/১০/২০১৭) ঃমেহেরপুর শহরের গোরস্থান পাড়ায় বোমা বিস্ফোরনে আকালী (৩৫) নামের একজন আহত হয়েছে। ঘটনাস্থ’ল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে এ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। আকালী শহরের শিশু বাগান পাড়ার আমজাদ হোসেনের ছেলে। বর্তমানে সে পুলিশ প্রহরায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, রাতে ১০টার দিকে শহরের গোরস্থান পাড়ায় একটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস’লে যায় পুলিশের একটি দল। সেখান থেকে আহত অবস্থায় আকালীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। ঘঠনাস’ল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা বহনের সময় বোমার বিস্ফোরন আকালী আহত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে সদর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজী সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।