মেহেরপুর প্রাক্তন সৈনিক সংস্থার চেক ও পোশাক প্রদান

Meherpur_Pic-1[11]

মেহেরপুর: চেক গ্রহন করছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসান।
বন্যার্তের সাহায্যার্থে

মেহেরপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বন্যার্তের সাহায্যার্থে ১০ হাজার টাকার চেক ও পোশাক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রাক্তন সৈনিক সংস’ার সভাপতি ওনারারী ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ কুতুবউদ্দিন জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থি’ত হয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসান’র নিকট ১০ হাজার টাকার চেক এবং ২ বসত্মা পোশাক তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার (অবঃ) আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার মাষ্টার বিজিবি (অবঃ) আতিয়ার রহমান, অর্থ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ নাজিমউদ্দিন, সার্জেন্ট (অবঃ) মহিবুল ইসলামসহ সৈনিক সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ সেখানে উপস্থি’ত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post