মেহেরপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

meherpur_pic-1[6]

                                            মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে

Kbdnews (০৮-০৮-১৭) : মৎস্য ও প্রাণী সম্পদ ইউনিট-এর আওতায় মেহেরপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদীর গোভীপুর এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। মেহেরপুরের দারিদ্র বিমোচন সংস’ার আয়োজনে এবং পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশন-এর সহযোগীতায় এ দিন ৭৫ কেজি রম্নই,কাতলা,মৃগেল শিং মাছের পোনা ভৈরব নদীর উন্মুক্ত জলাশয়ে ও ৪ হাজার মনোসেক্স-এর মাছের পোনা ভৈরব নদীতে বিশেষ ভাবে তৈরী খাঁচায় চাষের জন্য অবমুক্ত করা হয় । উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার সময় উপসি’ত ছিলেন পিকেএসএফ-এর (অর্থ) উপ-ব্যবস’াপনা পরিচালক গোলাম তৌহিদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, পিকেএসএফ-এর মহা ব্যবস’াপক (কার্যক্রম ) ড. শরীফ অহম্মদ চৌধূরী, মেহেরপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেন, মেহেরপুরের দারিদ্র বিমোচন সংস’ার নির্বাহী পরিচালক আবু জাফর প্রমুখ ।

মাছের পোনা অবমুক্তকরন শেষে ভৈরব নদীর পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মেহেরপুরের দারিদ্র বিমোচন সংস’ার নির্বাহী পরিচালক আবু জাফর-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ-এর (অর্থ) উপ-ব্যবস’াপনা পরিচালক গোলাম তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, পিকেএসএফ-এর মহা ব্যবস’াপক (কার্যক্রম ) ড. শরীফ অহম্মদ চৌধূরী, মেহেরপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেন । আলোচনা সভায় মাছ ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন ।

Post a Comment

Previous Post Next Post