কুমিলস্নায় প্রাইভেটকার চাপায় ফুফু-ভাতিজি নিহতৎ

Comilla_Pic-18-8-17[1]

কুমিল্লা প্রতিনিধি॥: কুমিল্লা নগরীতে প্রাইভেটকার চাপায় পথচারী ফুফু খাদিজা বেগম (২৬) ও ভাতিজি জান্নাত (৪) নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহসান হাবিব আজাদ অপুকে (২৪) আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই চালকের নাম আহসান হাবিব। সে নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকার আবুল হাসনাত আজাদের ছেলে।
আজ শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর কাপ্তানবাজার পাকার মাথা এলাকায় এ দুঘর্টনা ঘটে। কুমিলস্না কোতোয়ালি থানার পরিদর্শক (তদনত্ম) মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত খাদিজা বেগম চান্দিনা উপজেলার বলস্নারচর এলাকার আবদুল মতিনের মেয়ে। নিহত শিশু জান্নাত খাদিজা বেগমের ভাতিজি। তারা নগরীর মুন্সেফ কোয়াটার এলাকায় বাসা ভাড়া করে থাকতো।

বারী উদ্দিন আহমেদ বাবর
কুমিলস্না প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post