মেহেরপুরে মাদক মামলায় দুই জনের জেল ও জরিমানা

meherpur_pic-2[5]

পুলিশের মাঝে কারাদন্ডাদেশ প্রাপ্ত নাইম ও জাহাঙ্গীর

Kbdnews:  মেহেরপুরে একটি মাদক মামলায় কাজী নাইম হোসেনের ১৪ বছর এবং জাহাঙ্গীর হোসেনের ৭ বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইবুন্যাল ৪র্থ আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে উভয়ের ১০ হাজার টাকা করে জরিমানা এবং নাইমের অনাদায়ে ৬ মাস কারাদন্ডাদেশ দিয়েছেন। মামলায় অপর আসামি বাবুকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত নাইম সদর উপজেলার আশরাফপুর গ্রামের কাজী ইমারুল ইসলাম-এর ছেলে এবং জাহাঙ্গীর হোসেনের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড পাড়ায়। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর গাংনী র্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের কামারবাড়ি হাওড়া পাড়া নামক স’ান থেকে ঢাকা গামী একটি ট্রাকে তল্লাশি করে এক হাজার দুই বোতল ফেনসিডিলও ৭৫৫ পিস শাড়ি সহ বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন-কারী কর্মকর্তা এস আই সবুর প্রাথমিক তদন- শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এ্যাড. রুস-ম আলী এবং আসামি পক্ষে এ্যাড. কামরুল হাসান, এ্যাড. খন্দকার আব্দুল মতিন ও মাহবুব আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

Post a Comment

Previous Post Next Post