মেহেরপুর শালিকা গ্রামের মাঠে ফসলের সাথে শত্রুতা॥ ২ লাখ টাকার ক্ষতি

Meherpur_Pic-1.[1]

                                     মেহেরপুর: তছরুপ করা একটি কলার ক্ষেত।

স্টাফরিপোটার ঃ একই রাতে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মাঠে কে বা কারা শত্রুতা করে প্রায় দেড় বিঘা জমির কলা গাছ ও এক বিঘা জমির লিচু গাছ কেটে তছরম্নপ করেছে। এতে কৃষকের প্রায় দুই লাখ টাকার ড়্গতি হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি হয়েছে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের হালসানা পাড়ার জহিরম্নল হামিদের ছেলে মাজাহারম্নল ইসলাম গ্রামের পোতার মাঠে নিজের ২৭ কাঠা জমিতে কলার চাষ করেন। কলার গাছে মোচা বের হওয়ার উপযুক্ত সময় হয়েছে। তিনি অনেক আশায় ছিলেন কলা বিক্রি করে তিনি প্রচুর লাভবান হবেন। কিন’ শত্রম্নতা করে কে বা কারা তার সে আশায় ছাই দিয়েছে। রোববার রাতের আঁধারে কে বা কারা শত্রম্নতা করে তার ড়্গেতের কলাগাছ কেটে দিয়ে গেছে। সকালে তিনি কলাগাছ কাটার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন। তিনি আরো বলেন- এতে তার দেড় লড়্গ টাকা ড়্গতি হয়েছে। এদিকে মাজাহারম্নল ইসলামের আত্মীয় একই গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে জেলা পরিবেশক সমিতির সদস্য নূরম্নজ্জামান তার ২২ কাঠা জমিতে লিচুর চারা রোপন করেন। গেল বছর তিনি প্রথম তার জমি থেকে লিচু পান। একই রাতে দূষ্কৃতিকারীরা তার বাগানের অধিকাংশ লিচু গাছ কেটে তছরম্নপ করেছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ড়্গতি হয়েছে। এসব ঘটনায় তিনি মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

Post a Comment

Previous Post Next Post