বিক্ষোভ মিছিল-এর একাংশ ।
স্টাফরিপোটার(১৭-০৮-১৭) : ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সরকারী কলেজ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা জাব্বারুল ইসলাম, ফয়সাল হোসেন, তারিকুল ইসলামসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থি’ত ছিলেন। পরে সরকারী কলেজ প্রঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।