মেহেরপুরে কুলের চারা বিতরণ

meherpur_pic-2[1]

কুলের চারা বিতরণ করছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পত্নী সৈয়দা   মোনলিসা ইসলাম ।

স্টাফরিপোটার(১৯-০৭-১৭) : মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে মেহেরপুরের চক্র পাড়া ও দিঘির পাড়াকে কুল গ্রাম নির্ধারন করে ওই এলাকায় শতাধিক কুলের চারা ও ঘের বিতরণ করা হয়েছে । গতকাল বুধবার বেলা ১১ টার দিকে চক্র পাড়ায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনলিসা ইসলাম কুলের চারা বিতরনের উদ্বোধন করেন । এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, মেহেরপুর পৌরসভা বস্নকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন, মেহেরপুর সদর থানা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, মেহেরপুর-৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিড়্গা বিষয়ক সম্পাদক মাহাতাব মন্ডল, মেহেরপুর সদর থানা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, মেহেরপুর শহর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, মুজিবনগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, মেহেরপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে কুতুব প্রমুখ উপসি’ত ছিলেন ।

Post a Comment

Previous Post Next Post