মেহেরপুরে কাঁঠালের বাম্পার ফলন ॥ দাম পেয়ে বাগান মালিকরা খুশি

 

jak frud tree picpic-katal copy-1

KBDNEWS: মেহেরপুরে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। দাম পেয়ে বাগান মালিকরা খুশি। তবে চাঁদাবাজদের ভয়ে বাগানে কাঁঠাল পেড়ে তড়িঘড়ি বিক্রি করে দিচ্ছে বাগান মালিকরা। মেহেরপুরের কাঁঠালের চাঁহিদা ব্যাপক। প্রতিদিন মেহেরপুর থেকে ট্রাক যোগে মেহেরপুর থেকে কাঁঠাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।
মেহেরপুর জেলায় কাঁঠাল বাগানের পরিসংখ্যান জানা নেই জেলা কৃষি সমপ্রসারন বিভাগের হাতে। তবে এ জেলায় রয়েছে কয়েকশ’ কাঁঠাল বাগান। এ বছর জেলার কাঁঠাল বাগানগুলোতে ভালো কাঁঠাল হয়েছে। কাঁঠালের দামও ভালো। ফল ও দাম পেয়ে বাগান মালিকরা খুশি। তবে চাঁদাবাজদের ভয়ে কাঁঠাল বাগানের মালিকরা নির্দিষ্ট সময়ের আগেই বাগান থেকে কাঁঠাল ভেঙে বিক্রি করা শুরম্ন করেছে। প্রতিটি কাঁঠাল একশ’ টাকা থেকে আড়াইশ’ টাকা পর্যনত্মবিক্রি হচ্ছে। বাগান মালিকরা দাবি করেছেন আবহাওয়া অনুকুলে থাকায় এবছর জেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। তার দামও ভালো পাচ্ছেন। তবে চাঁদা বাজদের ভয়ে বাগানে কাঁঠাল রাখতে পারছেন না। অজ্ঞাত চাঁদাবাজরা চাঁদা না পেয়ে অনেক সময় বাগানের কাঁঠাল কুপিয়ে নষ্ট করে দিয়ে যাচ্ছে। অনেকে নীবরে চাঁদা দিয়ে তাদের খুশি রাখছেন। অনেকে অপুষ্ট কাঁঠাল ভেঙে বিক্রি করে দিচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post