মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ কার্বাইট দিয়ে পাকানো এক ট্রাক আম ধ্বংস

am4

am

KBDNEWS (০৮/০৫/১৭)ঃ মেহেরপুরে কার্বাইট মিশিয়ে পাকানো এক ট্রাক আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতরাত পৌনে বারটার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ চিৎলা গ্রামে ওই অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের আগে পালিয়ে যায় আম মালিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সিদ্ধানুযায়ী আগামি ১৫ মে থেকে জেলায় হিমসাগর জাতের আম সংগ্রহ শুরম্ন হবে। কিন’ নির্ধারিত সময়ের আগেই চিৎলা গ্রামের হিরণ মিয়া আম সংগ্রহ করে বগুড়া শহরের ফল মার্কেটে প্রেরণ করছিলেন। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ট্রাক আম জব্দ করেন। কার্বাইট দিয়ে পাকানো নিশ্চিত হয়ে তা ট্রাকের চাপায় পিষ্ট করে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

Post a Comment

Previous Post Next Post