বি. এম. রাকিব হাসান, খুলনা ব্যুরো ঃ মোল্লাহাটে গত দুই দিনের ঝড় ও বৃষ্টিতে পাকা ধানসহ বিভিন্ন প্রকার ফসল ও ঘর-বাড়ীসহ বিভিন্ন স’াপণার ব্যাপক ড়্গতির বিষয়ে আলোচনার মধ্যদিয়ে পূর্ব নির্ধারিত প্রেস ক্লাব মোলস্নাহাটের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গত সোমবার পালন করা হয়। প্রেস ক্লাব মোলস্নাহাটের সভাপতি অধ্যড়্গ শিকদার মোঃ জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের পরিচালনায় উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন-থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রম্নল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারম্নন আল রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ নেতা মোঃ মোতাহের হোসেন মোলস্না, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান মিয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বি. এম. রাকিব হাসান ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ কেরামত আলী কাজি। উলেস্নখ্য, প্রেস ক্লাব মোলস্নাহাটের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লড়্গে বর্ণাঢ্য আয়োজন করা হলেও দুর্যোগে এলকার ব্যাপক ড়্গতি হওয়ায় শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি বাদ রেখে কেবল আলোচনা অনুষ্ঠান করা হয়। উক্তানুষ্ঠানে অন্যান্যের মাঝে উপসি’ত ছিলেন-শিড়্গক মোঃ বদিউজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারম্নন আল রশিদ, শ্রমিকলীগ নেতা-মোঃ নজরম্নল মোলস্না, সাংবাদিক-মোঃ আমির আলী, মোঃ জেহাদ সিকদার, মোঃ সফিকুল ইসলাম ইরান, মোঃ শাহিনুর ইসলাম, মোর্শেদা আক্তার রত্না, মিয়া পারভেজ আলম, মোঃ মাকসুদ আলম, মোসত্মাহিদুর রহমান টুটুল, ডাঃ মোঃ হুমায়ূন আজাদ, মোঃ গিয়াস মিয়া, ফাতেমা খন্দকার শোভা, মোঃ কবির আহম্মেদ ও মোঃ মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে জন-প্রতিনিধি, থানা ওসি ও সাংবাদিকদের সুত্রে জানা যায়-গত দুই দিনের প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে বিশেষ করে পাকা ধানের অপূরনীয় ড়্গতি হয়েছে। এছাড়া উপজেলা ছাত্রলীগের অফিস ঘরসহ অনেকের বাড়ী-ঘর ও গাছপালা ভেঙ্গেছে। এ সংবাদ লেখা পর্যনত্ম উপজেলা প্রশাসনের পড়্গ থেকে ড়্গয়-ড়্গতির কোন খতিয়ান/তথ্য পাওয়া যায়নি। ###
বি. এম. রাকিব হাসান
খুলনা ব্যুরো