Kbdnews (২০/০৪/১৭)ঃ বৈশাখের ৫দিনের মাথায় মেহেরপুর জেলার উপর দিয়ে বুধবার গভীর রাতে ও আজ বৃহস্পতিবার ভোরে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। একই সঙ্গে দুই ঘন্টাব্যাপি বৃষ্টিপাত হয়েছে। এতে বোরো ধান ও নিচু জমির পাট ড়্গেতের ব্যাপক ড়্গয়ড়্গতি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে হালকা ঝড় ও মাঝারি বর্ষণের পর বুধবার সারাদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বুধবার রাত সোয়া আটটার দিকে আকস্মিক ঝড় শুরম্ন হয়। ঝড়ের তীব্রগতিবেগ সেই সঙ্গে তুমুল বর্ষণ চলছিল। একাধারে তা চলে দুই ঘন্টার বেশি সময় ধরে। এরপর গভীর রাতে ও আজ বৃহস্পতিবার ভোর রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়।
এদিকে ঝড়-বৃষ্টিতে ধান চাষীদের কপালে দুশ্চিনত্মার ভাজ পড়েছে। বিশেষ করে আগাম ধানড়্গেতের বেশিরভাগ ধানগাছ মাটির সঙ্গে নুইয়ে পড়েছে। অতি বর্ষণ ও ঝড়ের কবলে ফলন বিপর্যয়ের আশংকা করছেন চাষীরা। অপরদিকে নিচু এলাকার পাট ড়্গেত পানির নীতে তলিয়ে গেছে। নিচু মাঠ এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরম্নপণ হয়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এসএম মোসত্মাফিজুর রহমান জানান, মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা ড়্গয়ড়্গতির পরিমাণ নিরম্নপণে কাজ করছেন।