অর্গানিক বেতাগার সূফল সারা দেশে ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রনালয় সম্পর্কিতস্থায়ী কমিটির সভাপতির আহবান

 

03[1] 03-3[1]

ফকিরহাট প্রতিনিধি।। কৃষি মন্ত্রনালয় সম্পর্কিতস্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সাংসদ সদস্য মোঃ মকবুল হোসেন বলেছেন, অর্গানিক বেতাগার সূফল সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে না পারলে আপনাদের যে অর্জন তা সুফল পাবে না। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তিনি কৃষিতে স্বয়াং সম্পূন্ন একটি সফল রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে সুপরিচিতি লাভ করে সুনাম অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় দেশ আজ খাদ্রে স্বয়াং সম্পূন্ন হয়েছে। তিনি বলেন, আমরা নিরাপদ খাদ্র উৎপাদন ও বাজারজাত করনে কিছুটা পিছিয়ে রয়েছি। কিন’ অর্গানিক বেতাগায় এসে দেখলাম আমরা এখন আর পিছিয়ে নেই। অর্গানিক বেতাগা সৃষ্টি করে রাশায়নিক মুক্ত সবজি উৎপাদন ও বাজারজাত করে সারাদেশে যে আড়োলন সৃষ্ঠি করেছে তা দেশের সকল উপজেলায় ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি গতকাল শুক্রবার দুপুরে দশম জাতীয় সংসদ গঠিত কৃষি কার্যাক্রম মন্ত্রনালয় সংসদীয় স’ায়ী কমিটি কর্তৃক মতবিনিময় ও উপকুলীয় অঞ্চলে কৃষি কার্যাক্রম পরির্দশনে এসে অর্গানিক বেতাগায় কৃষক/কৃষানীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে চলছে। সে ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের আরো পরিশ্রমি হতে হবে। অর্গানিক পদ্ধতিতে সবজি সহ সকল ফসল উপদন করার জন্য তিনি সকল কৃষকদের প্রতি আহবান জানান।

কৃষি মন্ত্রনালয়

স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে এবং সিআইজি ফেরামের সভাপতি অধ্যক্ষ বটুগোপাল দাশ এর সঞ্চালোনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স’ায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৬ আসনের এমপি মোঃ মোসলেম উদ্দিন, নারায়নগঞ্জ-২ আসনের এমপি ও কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু, বগুড়া-৪ আসনের এমপি ও কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনের এমপি ও কমিটির সদস্য মোঃ নরুল ইসলাম ওমর, অতিরিক্ত সচিব মোঃ মোশারেফ হোসেন, কৃষি সমপ্রসারন অধিদপ্তরের পরিচালক চৈতন্য কুমার দাশ, মন-নায়লয়ের উপ-সচিব মোঃ মফিজুল ইসলাম, সভাপতির একান- সচিব শেখ মনিরুল ইসলাম, পিসিডি,পিজিবি প্রকল্পের প্রধান মোঃ মহসিন, পিজিবি প্রকল্পের পিডি কৃষিবিদ জিএম রুহুল আমীন, কৃষক প্রকল্পের প্রশিক্ষন পরিচালক এস তাসাদ্দেক আহম্মেদ, অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস,

কৃষি মন্ত্রনালয়উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন, আইএফএমসি প্রকল্পের ডিপিডি কৃষিবিদ মূত্যুঞ্জয় রায়, উপ-পরিচালক কৃষিবিদ রতন চন্দ্র রায়, সহকারী সচিব আব্দুল হামিদ,  বিএডিসির প্রকৌশলী উত্তম কুমার রায়, প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলাম, সভাপতি ব্যাক্তিগত সচিব রফি আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন, বেতাগা ইউনিয়ন মৎস্য ও কৃষি সংক্রান- স’ায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, কৃষক গোবিন্দ কুমার দাশ ও কৃষানী তহমিনা বেগম। এর আগে কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স’ায়ী কমিটির নের্তৃবৃন্দরা অগানিক বেতাগায় বিভিন্ন ফসল, পিলজংগ ইউনিয়ন পরিষদের সামনে সদ্য খননকৃত পুকুর ও লাউ চাষ প্রকল্প সহ ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী এলাকার একটি খামার পরির্দশন করে সনে-াষ প্রকাশ করেনন। ####

Post a Comment

Previous Post Next Post