স্টাফরিপোটার: মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে কৃষক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম মোসত্মাফিজুর রহমানের নেতৃত্বে অফিস চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদড়্গিণ শেষে একই স’ানে গিয়ে শেষ হয়। জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. আক্তারম্নজ্জামান, জেলা প্রশিড়্গণ অফিসার স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরম্নজ্জামানসহ জেলার কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা র্যালিতে অংশ নেন। প্রযুক্তি কৃষকদের দোর-গোড়ায় পোঁছে দেয়াসহ কিভাবে উচ্চ ফশলের চাষ করে কৃষকরা লাভবান হতে পারে- এসব বিষয়গুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার লড়্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ র্যালির আয়োজন করে।