কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : শুক্রবার বিকেলে মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক উৎপাদন মাহবুবুর রহমান। চিনিকলের ব্যবস’াপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী সিদ্দিকুর রহমান, পাবনা সুগার মিলের ব্যবস’াপনা পরিচালক তোফাজ্জেল হোসেন।
পরে প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক উৎপাদন মাহবুবুর রহমান ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এবারে ৬০ হাজার মে. টন আখ মাড়াই করে ৪ হাজার মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।