যেকোনো মূল্যে পুঁজিবাজার স্থিতিশীল রাখবে সরকার : বাণিজ্যমন্ত্রী

 

অর্থনৈতিক রিপোর্টার : সরকার যেকোনো মূল্যে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এঙ্পো- ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, পুঁজিবাজারে সরকারকে দৃষ্টি দিতে হবে। যেকোনো মূল্যে বাজার স্থিতিশীল রেখেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। একটি দেশের উন্নয়নের জন্য পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি রাষ্ট্রের উন্নতির পেছনে পুঁজিবাজার বড় অবদান রাখে। আমাদের বাজারও অর্থনীতিতে ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ (এঙ্পোজার) সমস্যার সমাধান হয়েছে। এখন দেশের পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে। আগামীতে এ স্থিতিশীল অবস্থা যেকোনো মূল্যে ধরে রাখতে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অর্থনীতির সব সূচকে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এগিয়ে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেত্বত্বে এমডিজি বাস্তবায়নে আমরা দক্ষতার পরিচয় দিয়েছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও বাংলাদেশ সফল হবে। অনলাইন বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক ডটকম’র সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এঙ্চেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এঙ্চেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) নবনির্বাচিত সভাপতি আহমেদ রশীদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার এসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান প্রমুখ।

 

Post a Comment

Previous Post Next Post